News71.com
 Bangladesh
 29 Oct 25, 10:17 AM
 14           
 0
 29 Oct 25, 10:17 AM

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের গুলির লড়াই॥ ছাত্রদলনেতা সাজ্জাদ নিহত

চট্টগ্রামে যুবদলের দুপক্ষের গুলির লড়াই॥ ছাত্রদলনেতা সাজ্জাদ নিহত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে মোঃ সাজ্জাদ(২২) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় সূত্র বলছে, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) এমদাদুল হক বাদশার ঘনিষ্ঠ অনুসারী।

দলীয় সূত্র বলছে, এমদাদুল ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি যুবদলনেতা গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় জড়িত হিসেবে নাম আসা সিরাজের অনুসারী বোরহান উদ্দিন নগর ছাত্রদলের সাবেক আপ্যায়নবিষয়ক সম্পাদক। তবে তিনি এখন নিজেকে যুবদলের সংগঠক দাবি করে আসছেন। কিন্তু এখন যুবদলের কমিটি নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন