News71.com
 Bangladesh
 29 Oct 25, 10:17 AM
 12           
 0
 29 Oct 25, 10:17 AM

মেট্রোরেল লাইন থেকে খুলে পড়া বিয়ারিং প‍্যাড মানসন্মত নয়॥ বুয়েট

মেট্রোরেল লাইন থেকে খুলে পড়া বিয়ারিং প‍্যাড মানসন্মত নয়॥ বুয়েট

নিউজ ডেস্কঃ স্থাপনের আগেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরীক্ষা করে ঘোষণা করেছিল, থাইল্যান্ডের ইতাল-থাইয়ের সরবরাহ করা বিয়ারিং প্যাড ঢাকার নির্মানাধীন মেট্রোরেল লাইনে ব‍্যবহৃার উপযোগী নয়। মূলত সেই মানহীন প্যাড ব্যবহার করেই রাজধানীতে শুরু হয়েছে রাজধানীর মেট্রোরেল পরিসেবা। বুয়েটের আপত্তি সত্ত্বেও মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই বসানো হয়েছে এই মানহীন বিয়ারিং প‍্যাড। মেট্রোরেলের দায়িতবশীল সুত্র সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হওয়ায় প্যাডের ‘ত্রুটির’ বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক বছরের একটু বেশি আগেই কাছাকাছি আরেকটি পিলার থেকে প্যাড খুলে পড়েছিল। এ ধরনের ঘটনায় মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ ও জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মেট্রোরেলের বর্তমান লাইন-৬-এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত (প্যাকেজ-৩ ও ৪) অংশের কাজ করেছে থাইল্যান্ডভিত্তিক ইতাল-থাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন