News71.com
 Bangladesh
 29 Oct 25, 10:17 AM
 12           
 0
 29 Oct 25, 10:17 AM

সংসদ ছাড়াই সয়ংক্রিয়ভাবেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ থাকতে পারে॥

সংসদ ছাড়াই সয়ংক্রিয়ভাবেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ থাকতে পারে॥

নিউজ ডেস্কঃ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে– এ-সংক্রান্ত সুপারিশ আজ মঙ্গলবার দুপুর ১২টায় সরকারকে দেবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সূত্র জানিয়েছে, আগামী সংসদে গঠিত ‘সংবিধান সংস্কার পরিষদ’ ৯ মাসের মধ্যে সংস্কার করবে। অন্যথায় জুলাই সনদ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হবে– এমন বিকল্প সুপারিশ থাকতে পারে। 

গতকাল সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সুপারিশ এবং ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫’ খসড়া তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং কমিশনের এই বৈঠককে সমাপনী বলে আখ্যা দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। কমিশন সূত্র জানিয়েছে, আদেশের খসড়ায় বাস্তবায়নের দুটি বিকল্প থাকতে পারে। প্রথমটি হবে, ‘সংবিধান সংস্কার পরিষদ’ ৯ মাসের মধ্যে সাংবিধানিক সংস্কার করতে বাধ্য থাকবে। বিকল্প সুপারিশ হবে, এই সময় অতিক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংস্কার হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন