bangladesh
 12 Aug 19, 09:18 PM
 40             0

রপ্তানি প্রবৃদ্ধির দিক দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সূচকে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ॥ ডব্লিউটিও

রপ্তানি প্রবৃদ্ধির দিক দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সূচকে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ॥ ডব্লিউটিও

 

নিউজ ডেস্কঃ রপ্তানি প্রবৃদ্ধির দিক দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সূচকে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভিয়েতনাম। গত সপ্তাহে প্রকাশিত ডব্লিউটিওর পর্যালোচনা প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য উল্লেখ করেছে। তালিকার শীর্ষে থাকা ভিয়েতনামের রপ্তানি প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬ শতাংশ, যেখানে বাংলাদেশের ৯ দশমিক ৮, চীনের ৫ দশমিক ৭ এবং ভারতের ৫ দশমিক ৩ শতাংশ ।

গত এক দশকে দক্ষিণ এশিয়ার কোনো দেশ এই প্রথম তালিকার দ্বিতীয় অবস্থানে আসতে সক্ষম হলো। অন্যদিকে বিশ্বের বড় অর্থনীতির দেশ চীন, ভারত, মেক্সিকো, আরব-আমিরাত, তুরস্ক, ব্রাজিলের অবস্থান তালিকার পেছনের দিকে রয়েছে। ডব্লিউটিওর তথ্য মতে, রপ্তানি আয়ের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম দেশ এবং আমদানিতে ৩০তম অবস্থানে রয়েছে। তৈরি পোশাকই বাংলাদেশের রপ্তানি আয়ের এখনও মূল শক্তি, বৈশ্বিক বাজারে যার অংশগ্রহণ দিন দিন বাড়ছে ।

বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক। এতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ দীর্ঘদিন ধরে পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। পোশাকের বৈশ্বিক বাজারে উদীয়মান শক্তি হিসেবে উঠে এসেছে ভিয়েতনাম। অন্যদিকে ভিয়েতনামের রফতানি প্রবৃদ্ধি মূলত ইলেকট্রিক্যাল পণ্য নির্ভর। ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ৩০ গুণ রফতানি আয় বেড়েছে দেশটির ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')