নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের মধ্যকার যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক আজ। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল। এতে দুই দেশের অভিন্ন নদীর পানি হিস্যা, বণ্টন ও প্রবাহ-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ঢাকার পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য ড. মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি কারিগরি দল নয়াদিল্লির বৈঠকে যোগ দেবে। পদ্মার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন ছাড়াও আজকের বৈঠকে ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরীসহ ১৪টি নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ চায় উভয় দেশ আন্তর্জাতিক নিয়ম মেনে এসব নদীর পানি ব্যবহার করুক।