News71.com
 Bangladesh
 09 Sep 25, 09:16 AM
 11           
 0
 09 Sep 25, 09:16 AM

ডাকসু নির্বাচন শুরু॥ সকাল থেকেই ভোটারের দীর্ঘ লাইন  

ডাকসু নির্বাচন শুরু॥ সকাল থেকেই ভোটারের দীর্ঘ লাইন   

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সকাল থেকেই ভোটার শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটকেন্দ্রের উপস্থিত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কার্জন হল কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও শারীরিক শিক্ষাকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দেওয়ার জন্য সব কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি কেন্দ্রের সামনে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সবাই উৎফুল্ল এবং আনন্দ চিত্তে লাইনে দাঁড়িয়ে আছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পযন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন