News71.com
 Bangladesh
 06 Dec 25, 10:14 AM
 7           
 0
 06 Dec 25, 10:14 AM

বাজারে আসছে ৫০০টাকা মুল‍্যমানের নতুন নোট॥

বাজারে আসছে ৫০০টাকা মুল‍্যমানের নতুন নোট॥

 

 

 

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা নোট আজ (৪ ডিসেম্বর) থেকে প্রচলন শুরু হচ্ছে। নতুন নোটের ডিজাইন ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’-ভিত্তিক। নোটের সম্মুখভাগে ঢাকা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা, পেছনের দিকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ছবি ছাপা আছে। জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযুক্ত করা হয়েছে। প্রথম ধাপে নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য অফিস থেকেও বিতরণ শুরু হবে।

 

নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ১০ ধরনের, যাতে নকল নোট শনাক্ত করা সহজ হয়। এর মধ্যে রয়েছে: কোণায় রঙ পরিবর্তনশীল ‘500’ যা নাড়ালে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়; বামপাশে লাল ও স্বর্ণালী পেঁচানো নিরাপত্তা সুতা, নাড়ালে রঙ পরিবর্তিত হয় ও ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়; দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটে স্পর্শে অনুভূত ৫টি ছোট বৃত্ত; ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত শহীদ মিনার, ‘বাংলাদেশ ব্যাংক’, নোটের মূল্যমান ইত্যাদি; মাইক্রোপ্রিন্ট ও See Through image ব্যবহার; UV fluorescence ও UV curing varnish প্রযুক্তি; কাগজে লাল, নীল ও সবুজ রঙের ফাইবার সংযুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন