News71.com
 Bangladesh
 23 Jan 26, 07:42 PM
 1           
 0
 23 Jan 26, 07:42 PM

আসন্ন নির্বাচন ঘিরে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা॥  

আসন্ন নির্বাচন ঘিরে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা॥   


নিউজ ডেস্কঃ বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত এই সতর্কবার্তায় নির্বাচনের সময় সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। যুক্তরাজ্যের ফরেন অফিস জানিয়েছে, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময়ে রাজনৈতিক সমাবেশ বা র‍্যালির সংখ্যা বাড়তে পারে, যার ফলে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং পরিবহন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ নাগরিকদের এই সময়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার এবং যেকোনো ধরনের বিঘ্ন এড়াতে বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন