News71.com
 Bangladesh
 03 Sep 25, 10:59 AM
 22           
 0
 03 Sep 25, 10:59 AM

ফেরারি আসামি ভোটে অযোগ্য॥ আরপিও সংশোধনের উদ‍্যোগ  

ফেরারি আসামি ভোটে অযোগ্য॥ আরপিও সংশোধনের উদ‍্যোগ   

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে ফেরারি আসামিরা প্রার্থী হতে পারবে না। এছাড়া অনলাইনে নয়, কেবল সশরীরেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আর প্রার্থী হতে হলে জামানাত দিতে হবে ৫০ হাজার টাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে এমন বিধান আনতে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলেই গেজেট করা হবে।

সংশোধনী প্রস্তাব অনুযায়ী, কোনো আদালত থেকে ফেরারি ঘোষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন। ফলে মামলায় যারা পলাতক হিসেবে আদালত কর্তৃক ঘোষিত হবেন তারাই আর ভোটে দাঁড়াতে পারবেন না। এদিকে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হচ্ছে। মনোনয়নপত্র বর্তমানে অনলাইনে দাখিল করা গেলেও তা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে প্রার্থী বা তার প্রস্তাবক বা সমর্থককে সশরীরে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। তারা তারিখ ও সময় উল্লেখ করে রশিদ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন