News71.com
 International
 24 Feb 21, 02:23 PM
 269           
 0
 24 Feb 21, 02:23 PM

যুক্তরাজ্যে কলার বক্সে ২ হাজার কোটি টাকার কোকেন।।

যুক্তরাজ্যে কলার বক্সে ২ হাজার কোটি টাকার কোকেন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে হ্যাম্পশায়ার কাউন্টির পোর্টসমাউথ বন্দরে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। দেখা গেছে, কলার চালানের ভেতরে ২ হাজার ৩০০ কেজি কোকেন কলম্বিয়া থেকে আনা হয়েছিল। এই কোকেনের মূল্য ১৮৪ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ১৯০ কোটি টাকারও বেশি।   

 

কলার চালানটি ডামি প্যাকেজ করে উত্তর লন্ডনের টোটেনহাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে পাঠানো হয়। সেখানে চালানটি সংগ্রহকারী ১০ জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্য পাওয়ার পর এক সপ্তাহের অনুসন্ধান শেষে পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে মাদকের চালানটি জব্দ করতে সক্ষম হয় এনসিএ কর্মকর্তারা। এনসিএ’র অপারেশন বিশেষজ্ঞের প্রধান জন কোলেস বলেন, ‘আগ্নেয়াস্ত্র ও ছুরি কেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ড এবং তরুণ ও দুর্বল ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তারের সঙ্গে কোকেন সরবরাহের সরাসরি সম্পর্ক আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন