News71.com
 International
 23 Feb 21, 10:39 PM
 275           
 0
 23 Feb 21, 10:39 PM

লেবাননে ভ্যাকসিন কার্যক্রমে অর্থায়ন বন্ধের হুমকি দিল বিশ্ব ব্যাংক॥

লেবাননে ভ্যাকসিন কার্যক্রমে অর্থায়ন বন্ধের হুমকি দিল বিশ্ব ব্যাংক॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের রাষ্ট্র লেবাননের করোনা ভাইরাস ভ্যাকসিনের জন্য অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছে বিশ্ব ব্যাংক। সংস্থাটি বলছে, লেবাননের কয়েকজন আইনপ্রনেতা নিয়ম ভেঙ্গে রেজিস্ট্রেশন ও লাইন না মেনেই পার্লামেন্টে বসে ভ্যাকসিন গ্রহণ করেছেন। খবর রয়টার্সের। এর আগে গত মাসে বিশ্ব ব্যাংক লেবাননের ভ্যাকসিন কার্যক্রমের জন্য ৩৪ মিলিয়ন ডলার বরাদ্দ করে। এর মাধ্যমে দেশের ২০ লাখ মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করার কথা ছিল। গত ১৪ই ফেব্রুয়ারি দেশটিতে ভ্যাকসিন কার্যক্রম চালু হয়। এখন পর্যন্ত ৬০ হাজার মানুষকে ফাইজারের ভ্যাকসিন দেয়া হয়েছে।

 

বিশ্ব ব্যাংকের পরিচালক সরোজ কুমার ঝা বলেন, নিয়ম হচ্ছে সবাইকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং তার দিন আসলে তিনি ভ্যাকসিন দেবেন। এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। তবে লেবানন দুর্নীতি ও স্বজনপ্রীতির জন্য পরিচিত একটি দেশ। সম্প্রতি এ কারণে দেশটি দেউলিয়া হয়ে গেছে। এরইমধ্যে দেশটির ১৬ জন আইনপ্রনেতা নিয়ম ভেঙ্গে আগেই ভ্যাকসিন নিয়ে নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন