News71.com
 International
 23 Feb 21, 08:45 PM
 239           
 0
 23 Feb 21, 08:45 PM

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়া দৃঢ়প্রতিজ্ঞ॥

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়া দৃঢ়প্রতিজ্ঞ॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং তার দেশে অবৈধ বিদেশি সামরিক উপস্থিতির অবসান ঘটাতে দামেস্ক সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সোমবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৬তম অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন সন্ত্রাসবাদ এখনো তার দেশের জন্য সবচেয়ে মারাত্মক হুমকি এবং এর মাধ্যমে সিরিয়ার উপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করে হচ্ছে। তবে সিরিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সিরিয়ার মাটি থেকে বিদেশি সামরিক উপস্থিতির অবসান ঘটানোর বৈধ অধিকার রাখে দামেস্ক সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন