International
 23 Feb 21, 01:52 PM
 10             0

শান্তিরক্ষীদের জন্য টিকা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জাতিসংঘে॥

শান্তিরক্ষীদের জন্য টিকা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জাতিসংঘে॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য দুই লাখ ডোজ করোনা টিকা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভারত টিকা পৌঁছে দিয়ে করোনাযুদ্ধে বিশ্ব নেতায় পরিণত হয়েছে। বিশ্বব্যাপী টিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কোভ্যাক্স সুবিধা জোরদার করার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।  

 

তিনি জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য ২০০,০০০ ডোজ করোনা টিকা উপহার দেওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) তথ্য মতে, ভারত গত সপ্তাহে বিশ্বব্যাপী মোট ২২৯.৭ লাখ ডোজ করোনা টিক সরবরাহ করেছে। গত ১৬ জানুয়ারি ভারত জাতিসংঘকে প্রথম দিনে ২০৭,২২৯ ডোজ টিকা দেয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন