News71.com
 International
 22 Jan 21, 11:52 AM
 265           
 0
 22 Jan 21, 11:52 AM

সংবাদপত্রের স্বাধীনতা নেই॥ সাংবাদিকদের জন্যও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান

সংবাদপত্রের স্বাধীনতা নেই॥ সাংবাদিকদের জন্যও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশই রয়ে গেল পাকিস্তান। কারণ দেশটির সেনাবাহিনীর সমালোচনা করায় অনেক লেখককে গ্রেপ্তার করা হচ্ছে। পাকিস্তান ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট ২০১৬ (পিইসিএ) এর আওতায় তাদের গ্রেপ্তার করা হয়। পিইসিএকে মানুষের ঠোঁট চেপে ধরার চূড়ান্ত হাতিয়ার হিসেবে দেখা হয়। সম্প্রতি এই আইনটিতে আবার নতুন একটি ধারা সংযুক্ত করা হয়েছে।


সেই ধরায় বলা হয়ছে, যারা পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে নিয়ে ইচ্ছাকৃতভাবে উপহাস করে, তাদের নিয়ে বিতর্ক সৃষ্টি করে কিংবা তাদের সুনাম নষ্ট করে, তাদের দুই বছরেরও বেশি সময় কারাদণ্ড দেওয়া হবে। সেই সঙ্গে তিন হাজার ১৮ মার্কিন ডলার জরিমানাও করা হবে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২০ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে ১৪৫তম অবস্থানে রয়েছে পাকিস্তান। ২০২০ সালের ইনডেক্সে তিন দাপ নিচে নেমে গেছে দেশটির অবস্থান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন