আন্তর্জাতিক ডেস্কঃ নিয়ন্ত্রণে আনা হয়েছে ভারতে করোনা টিকা উৎপাদকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টা সময় নেন দেশটির দমকল বাহিনীর কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনলেও লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এক দমকল কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার ঘটনায় বিল্ডিংয়ে পাঁচজন মানুষ আটকা পড়ে। কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। আগ্নিকাণ্ডের ঘটনায় করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনে আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা।