News71.com
 International
 11 Feb 16, 03:06 AM
 876           
 0
 11 Feb 16, 03:06 AM

ভারতের কর্নাটক রাজ্যে বাঘের ভয়ে শতাধিক স্কুল বন্ধ।।

ভারতের কর্নাটক রাজ্যে বাঘের ভয়ে শতাধিক স্কুল বন্ধ।।

আন্তর্জাতিক নিউজঃ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুরের উপকণ্ঠে চিতাবাঘের ভয়ে শতাধিক স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কতৃপক্ষ । বেঙ্গালুরুর ভিবগড় ইন্টারন্যাশনাল স্কুলে গত রোববার স্থানীয় সময় সকালে আট বছর বয়সী একটি পুরুষ চিতাবাঘের (লেপার্ড) উপস্থিতি ধরা পড়ে। এটিকে আটকাতে গিয়ে হামলায় আহত হন বেশ কয়েকজন। গত দুদিনে আরও কয়েকটি চিতাবাঘের উপস্থিতির কারণে বেঙ্গালুরুরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ফলে স্কুল বন্ধ করতে বধ্য হন কতৃপক্ষ ।

স্কুলের কাছে গতকাল বুধবার দুটি চিতাবাঘের উপস্থিতির কথা জানান স্থানীয় অধিবাসীরা। চিতাবাঘের ভয়ে বন্ধ শতাধিক সরকারি-বেসরকারি স্কুল কাল খোলা হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারি কর্মকর্তারা আজ সন্ধ্যায় বৈঠকে বসবেন।

মঙ্গলবার তিনটি ও বুধবার একটি চিতাবাঘ দেখার কথা শোনা গেছে। এই ঘটনায় শহরে আতঙ্ক নেমে আসে। পূর্ব-সতর্কতা হিসেবে গতকাল ১৩৫ টির মধ্যে ৮০টি ও আজ ১৩৫টি স্কুলই বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন