News71.com
 International
 19 Jan 26, 10:30 PM
 26           
 0
 19 Jan 26, 10:30 PM

চিলিতে ভয়াবহ দাবানলে ১৯ জনের মৃত্যু॥ জরুরি অবস্থা ঘোষণা  

চিলিতে ভয়াবহ দাবানলে ১৯ জনের মৃত্যু॥ জরুরি অবস্থা ঘোষণা   


আন্তর্জাতিক ডেস্কঃ চিলির দক্ষিণাঞ্চলে অনিয়ন্ত্রিত দাবানলের তাণ্ডবে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য জনপদ। গত দুই দিন ধরে চলা এই আগুনে দেশটির নিউবল এবং বায়োবায়ো অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকাগুলোতে তীব্র বাতাস এবং প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সোমবার (১৯ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক উপদ্রুত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।দাবানলের কারণে এ পর্যন্ত প্রায় ৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পেনকো শহরে। সেখানকার মেয়র রদ্রিগো ভেরা জানিয়েছেন, আগুনের প্রচণ্ডতায় মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ও যানবাহন পুড়ে কঙ্কাল হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন