News71.com
 International
 19 Jan 26, 10:30 PM
 22           
 0
 19 Jan 26, 10:30 PM

প্রবল বর্ষণের ভয়ে পেরুর ১৩৪ জেলায় ৬০ দিনের জরুরি অবস্থা॥  

প্রবল বর্ষণের ভয়ে পেরুর ১৩৪ জেলায় ৬০ দিনের জরুরি অবস্থা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১৩৪টি জেলায় ৬০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় গতকাল রবিবার এ ঘোষণা দেয় সরকার। সরকারি গেজেট এল পেরুয়ানো-তে প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, আটটি অঞ্চলে এ জরুরি অবস্থা প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে রয়েছে অ্যানকাস, ইকা, লা লিবের্তাদ, লাম্বায়েক, লিমা, মোকেগুয়া, পিউরা ও টুমবেস অঞ্চল।

সরকার বলছে, জাতীয় নাগরিক প্রতিরক্ষা সংস্থার মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, অতিভারী বৃষ্টি ও বন্যা মানুষের জীবন-জীবিকা বিপন্ন করতে পারে। যা স্থানীয়দের টিকে থাকার সক্ষমতা লঙ্ঘন করতে পারে। পেরুর অ্যান্ডেস পর্বতমালা ও প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে প্রতিবছর ভারী বৃষ্টি হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এল-নিনো-এর প্রভাবে বৃষ্টির তীব্রতা বেড়েছে। যার প্রভাবে আগের চেয়ে অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধস সৃষ্টি করছে। এছাড়া পেরুর অনেক অঞ্চল পাহাড়ি ও পর্বতশ্রেণীযুক্ত হওয়ায় ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে ভূমিধস বা মাটিচাপা পড়ার ঝুঁকি থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন