
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১৩৪টি জেলায় ৬০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় গতকাল রবিবার এ ঘোষণা দেয় সরকার। সরকারি গেজেট এল পেরুয়ানো-তে প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, আটটি অঞ্চলে এ জরুরি অবস্থা প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে রয়েছে অ্যানকাস, ইকা, লা লিবের্তাদ, লাম্বায়েক, লিমা, মোকেগুয়া, পিউরা ও টুমবেস অঞ্চল।
সরকার বলছে, জাতীয় নাগরিক প্রতিরক্ষা সংস্থার মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, অতিভারী বৃষ্টি ও বন্যা মানুষের জীবন-জীবিকা বিপন্ন করতে পারে। যা স্থানীয়দের টিকে থাকার সক্ষমতা লঙ্ঘন করতে পারে। পেরুর অ্যান্ডেস পর্বতমালা ও প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে প্রতিবছর ভারী বৃষ্টি হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এল-নিনো-এর প্রভাবে বৃষ্টির তীব্রতা বেড়েছে। যার প্রভাবে আগের চেয়ে অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধস সৃষ্টি করছে। এছাড়া পেরুর অনেক অঞ্চল পাহাড়ি ও পর্বতশ্রেণীযুক্ত হওয়ায় ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে ভূমিধস বা মাটিচাপা পড়ার ঝুঁকি থাকে।