News71.com
 International
 10 Feb 16, 02:39 AM
 908           
 0
 10 Feb 16, 02:39 AM

নরওয়েতে শরণার্থীশিবিরে শিশুদের যৌননিপীড়নের অভিযোগ।।

নরওয়েতে শরণার্থীশিবিরে শিশুদের যৌননিপীড়নের অভিযোগ।।


আন্তর্জাতিক ডেস্ক : নরওয়েতে শরণার্থী অভ্যর্থণা কেন্দ্রে শিশুদের ওপর যৌননিপীড়নের কয়েকটি ঘটনা তদন্ত করছে দেশটির পুলিশ। গতকাল মঙ্গলবার আল জাজিরা টেলিভীষন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিসের কর্মকর্তা অ্যাক্সেল উইলহেম ডিউ জানান, গত বছরের শেষ দিকে কয়েকটি যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। তবে ঠিক কতজন এই নিপীড়নের শিকার হয়েছে সেই সংখ্যা তিনি জানাননি।

তিনি বলেন, আমরা প্রত্যেকটি ঘটনা গুরুত্বের সঙ্গে দেখছি এবং আমাদের পাওয়া তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি, নরওয়ের আশ্রয় অভ্যর্থণা কেন্দ্রে বাসরত শিশুরা এই নিপীড়নের শিকার । তবে সাধারণত, আশ্রয়কেন্দ্রের ভেতরে ও আশেপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের মাত্রা কম।

ডিউ আরো জানান, তদন্তের এই পর্যায়ে অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হবে না।
গত বছর নরওয়েতে ৩১ হাজার শরণার্থী নরওয়েতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে ৫৩০০ জন সঙ্গীহীন নারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন