News71.com
 International
 09 Feb 16, 08:13 AM
 840           
 0
 09 Feb 16, 08:13 AM

আবারও কেপে উঠল রাশিয়া ।। কামচাটকা এলাকায় ৭ মাত্রার ভুমিকম্প

আবারও কেপে উঠল রাশিয়া ।। কামচাটকা এলাকায় ৭ মাত্রার ভুমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০। আজ সকালে তবে, কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উৎপত্তিস্থল রাশিয়ার পার্বত্য কামচাটকা ক্রাই অঞলের ইয়েলিজোভো শহর থেকে প্রায় ৮৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬০ কিলোমিটার গভীরে । সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ (বাংলাদেশ সময়) নাগাদ কম্পনটি অনুভূত হয়। ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন, কম্পনের উৎসস্থল হল রাশিয়ার পার্বত্য কামচাটকা ক্রাই অঞলে ইয়েলিজোভো শহর থেকে প্রায় ৮৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই তীব্র ভূমিকম্পের ফলে গোটা পূর্ব ও উত্তর-পূর্ব রাশিয়া কেঁপে ওঠে। তবে কম্পনের মাত্রা নিয়ে দ্বিমত রয়েছে। মার্কিন ভূতত্ত্ববিদেরা যেখানে কম্পনেপ মাত্রা ৭.০ দেখিয়েছে, সেখানে রুশ ভূতত্ত্ববিদদের মতে, কম্পনের মাত্রা ৭.৩। তাঁরা আরও জানান, ওই কম্পনের কিছুক্ষণ পর ফের ৫.২ কম্পাঙ্কের আফটারশকও অনুভূত হয়েছে। ভূতত্ত্ববদেন মতে, ভূমিকম্পটির উৎসস্থলের কাছেই অবস্থিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’— যা অতি ভূমিকম্প-প্রবণ ও অতি-আগ্নেয়গিরি প্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে দূর্গম পাহাড়ী এলাকা হওয়ায় এখন পর্যন্ত এ ভুমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন