News71.com
 International
 09 Feb 16, 07:50 AM
 894           
 0
 09 Feb 16, 07:50 AM

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি ধাক্কা ।। নিহত ৮, আহত ১২৬

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি ধাক্কা ।। নিহত ৮, আহত ১২৬

আন্তর্জাতিক ডেস্ক : মিউনিখের ৬০ কি.মি. দক্ষিণ-পূর্বে অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির সীমান্তের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কতৃপক্ষ । উদ্ধার কাজ চলছে। উদ্ধার অভিযানে হেলিকপটারকেও কাজে লাগানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে এ পর্যন্ত ট্রেন থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও কমপক্ষে ১২৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫৫ জনের অবস্থা আশংকাজনক। অনেকে এখনো ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের টেনে বের করার চেষ্টা করছে। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

আজ স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই দুর্ঘটনার পর একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বাভারিয়া প্রদেশে গত কয়েক বছরের মধ্যে আজ মঙ্গলবারের এই দুর্ঘটনা সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন