News71.com
 International
 09 Feb 16, 01:23 AM
 791           
 0
 09 Feb 16, 01:23 AM

ত্রিপুরায় কনো অবৈধ বাংলাদেশী নেই, তোগাড়িয়া না জেনে কথা বলছেন।। মুখ্যমন্ত্রী মানিক সরকার

ত্রিপুরায় কনো অবৈধ বাংলাদেশী নেই, তোগাড়িয়া না জেনে কথা বলছেন।। মুখ্যমন্ত্রী মানিক সরকার

কলকাতা সংবাদদাতা : বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি সভাপতি প্রবীণ তোগাড়িয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার । তিনি বলেছেন, "সর্বশেষ পাওয়া আদমশুমারি অনুযায়ী এ মুহূর্তে ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধির হার ১৪ শতাংশ, যা আগে ছিল ৩৪ শতাংশ। তাহলে প্রবীণ তোগাড়িয়া কীভাবে বলতে পারেন যে বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষ ত্রিপুরায় আসছেন? পরিসংখ্যান না জেনেই তিনি কীভাবে এ কথা বলতে পারেন। আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, এখানে কোনো অবৈধ বাংলাদেশি নাগরিক নেই।"

মানিক সরকার আরো বলেন, "তোগাড়িয়ার এ বক্তব্য ত্রিপুরায় অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ ছাড়া প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নষ্ট করে দিতে পারে। ‘যদিও বাংলাদেশ ও ত্রিপুরার সীমান্তে কাঁটাতারের বেড়া আছে, তবুও দুই দেশের মধ্যে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক সম্পর্ক বিদ্যমান। কিন্তু তোগারিয়ার সাম্প্রদায়িক বক্তব্য রাজ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে।"

কিছুদিন আগে ত্রিপুরা সফরে গিয়ে প্রবীণ তোগাড়িয়া বলেছিলেন, যদি বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক ভারতের নাগরিকত্ব দাবি করে, তাহলে সবার আগে তার জিনগত পরীক্ষা করাতে হবে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যক্তির ভেতরে ভারতের পূর্বপুরুষদের রক্ত রয়েছে কি না।

প্রবীণ এই রাজনীতিবিদ ভারতের নাগরিকত্ব প্রমাণে মুসলমানদের জিনগত পরীক্ষা করা নিয়ে বিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়ার মন্তব্যেরও কড়া সমালোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন