News71.com
 International
 18 Feb 19, 05:42 PM
 199           
 0
 18 Feb 19, 05:42 PM

বিশ্বের ১৫টি দেশে পারমাণবিক ওষুধ রপ্তানি করছে ইরান।

বিশ্বের ১৫টি দেশে পারমাণবিক ওষুধ রপ্তানি করছে ইরান।

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে বিশ্বের ১৫টি দেশে পারমাণবিক ওষুধ রপ্তানি করছে ইরান। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন ইরানের আনবিক শক্তি সংস্থা বা এইওআইর প্রধান আলী আকবর সালেহি। এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, পারমাণবিক ওষুধ তৈরির ক্ষেত্রে বিশ্বের অগ্রগামী একটি দেশ হচ্ছে ইরান। নতুন নতুন পারমাণবিক ওষুধ তৈরির লক্ষ্যেও ইরান কাজ করে যাচ্ছে। আলী আকবর সালেহি ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন,


শত্রুরা ইরানের পারমাণবিক ওষুধ তৈরির ক্ষেত্রেও বাধা সৃষ্টির চেষ্টা করছে। নিষেধাজ্ঞার মাধ্যমে এই শিল্পের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু ইরানের বিশেষজ্ঞরা শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রোগ নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক ওষুধ ব্যবহার করা হয়। বাংলাদেশে থাইরয়েডের বিভিন্ন সমস্যার চিকিৎসায় এবং কিডনি ও লিভারের রোগ নির্ণয়ে পারমাণবিক ওষুধের ব্যাপক ব্যবহার রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন