News71.com
 International
 18 Feb 19, 10:56 AM
 164           
 0
 18 Feb 19, 10:56 AM

ভারতীয় সেনারা পাচ্ছে ৭২ হাজার ৪০০টি শক্তিশালী অ্যাসল্ট মার্কিন রাইফেল।।

ভারতীয় সেনারা পাচ্ছে ৭২ হাজার ৪০০টি শক্তিশালী অ্যাসল্ট মার্কিন রাইফেল।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রায় ৭২ হাজার ৪০০টি উন্নত মানের অ্যাসল্ট রাইফেল কিনতে একটি মার্কিন অস্ত্র সংস্থার সঙ্গে চুক্তি সই করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দেন, বড় ধরনের মূল্য দিতে হবে পাকিস্তানকে। ভারতীয় বাহিনীকে আরও বেশি শক্তিশালী করা হবে জানান তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের দ্য স্মল আর্মস ম্যানুফ্যাকচারার সিগ সর এই রাইফেল তৈরির অর্ডার পেয়েছে। ৭.৬২ এমএম এই অ্যাসল্ট রাইফেলের নাম সিগ৭১৬, যা ফ্রন্টলাইন সেনাদের জন্যই মূলত ব্যবহার করা হবে। এর একেকটির দাম পড়বে প্রায় ৮২ হাজার টাকা।


১৬ ইঞ্চির ব্যারেলের এম-এলওএম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ৬ পজিশন টেলিস্কোপিক স্টক, যার সাহায্যে শত্রুপক্ষকে আঘাত করা যাবে যে কোনো দিক থেকেই। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে সিগ৭১৬ রাইফেল তৈরি করা হবে। খুব তাড়াতাড়িই ভারতীয় বাহিনী তা হাতে পাবে। সিগ৭১৬ একটি সেমি অটোমেটিক মাল্টি-ক্যালিবার রাইফেল। ইনসাস রাইফেলের বদলে এবার থেকে এই অস্ত্র ব্যবহার করবেন সেনারা। এ ছাড়াও লাখ খানেক কার্বাইনও কেনার কথা রয়েছে। ৭.৬২X৫১ মিমি কার্তুজ রয়েছে নতুন রাইফেলে, যেখানে ইনসাসে রয়েছে ৫.৫৬X৪৫ মিমি কার্তুজ। সিঙ্গল শট, ৩ শট বার্স্ট, ফুল অটোমেটিক অ্যাসল্টও তৈরি করে সিগ সর। এগুলো ভারতীয় সেনাবাহিনীর হাতে আসার কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন