News71.com
 International
 15 Feb 19, 07:59 AM
 205           
 0
 15 Feb 19, 07:59 AM

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ৪২॥ সন্ত্রাস দমনে ভারতের পাশে আমেরিকা ও রাশিয়া  

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ৪২॥ সন্ত্রাস দমনে ভারতের পাশে আমেরিকা ও রাশিয়া   

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামালার পর ভারতের পাশে দাঁড়াল আমেরিকা ও রাশিয়া। জঙ্গি হামলার তীব্র নিন্দা করতে ট্যুইট করলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার । গতকাল দুপুরে কাশ্মীরের অবন্তীপুরায় সিআরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই হামলায় শহিদ হয়েছেন অন্তত ৪২ জন সিআরপিএফ জওয়ান। পাল্টা জবাব দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অরুণ জেটলি থেকে রাজনাথ সিং প্রত্যেকে। এরপর ট্যুইট করেন মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার। শহিদদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। জঙ্গি দমনে আমরা ভারতের পাশে আছি। ঘটনাস্থলে ছুটে গেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।


গতকাল বৃহস্পতিবার দুপুরে এই হামলার পর থেকে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। প্রথমে ৮, পরে ১৮, সন্ধ্যায় ৪০ ও রাত পোহালেই সংখ্যা দাঁড়ায় ৪২এ । ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর সরকারের তরফে শহিদের সংখ্যা ৪২ বলে জানানো হয়েছে। ভয়াবহ জঙ্গি হামলার কিছুক্ষণের মধ্যেই ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি ট্যুইটে লেখেন, পুলওয়ামায় সিআরপিএফের উওর হামলা নিন্দনীয়। আমাদের সাহসী জওয়ানদের এই বলিদান ব্যর্থ হবে না। শহিদ পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে গোটা দেশ। আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। অন্যদিকে, জঙ্গি হামলার বদলা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রীও। তিনিও তাঁর ট্যুইটে লিখেছেন, জঙ্গিদের উচিৎ শিক্ষা দেওয়া হবে। তাদের এই হামলার জন্য এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা ভুলতে পারবে না। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন