News71.com
 International
 31 Jan 16, 02:09 AM
 1009           
 0
 31 Jan 16, 02:09 AM

ভারতীয় কাশ্মিরে সেনা জঙ্গী সংঘর্ষ।। ৩ লস্কর জঙ্গী নিহত

ভারতীয় কাশ্মিরে সেনা জঙ্গী সংঘর্ষ।। ৩ লস্কর জঙ্গী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কাশ্মীরের দর্দপোরা গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষে ৩ লস্কর জঙ্গি। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম আবু ওসামা ওরফে জারার। সে একজন শীর্ষ লস্কর নেতা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি দুজনের পরিচয় মেলেনি। সেখানে সেনা ও জঙ্গি সংঘর্ষ চলছে।

জানাগেছে শুক্রবার রাত থেকেই জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার লোলাব ভ্যালির কাছে অপারেশন চালায় ভারতীয় সেনারা। এসময় জঙ্গীরাও পাল্টা জবাব দেয়। গুলি বিনিময় চলতে থাকে জঙ্গি ও সেনা-জওয়ানদের মধ্যে। আজ রাতেও বন্ধ হয়নি গোলা-গুলি।

ভারতীয় সেনা সূত্রে খবর, গতকাল রাতেই মৃত্যু হয় এক জঙ্গির। আজ আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আবু ওসামা ওরফে জারার একজন শীর্ষ লস্কর নেতা।সে পাকিস্তানের বাসিন্দা। তাদের কাছ থেকে মিলেছে প্রচুর অস্ত্র।

প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল দর্দপোরা গ্রামটি ঘন জঙ্গলে ঢাকা। ওই পথেই বান্দিপোর জেলায় আসা যাওয়া করে জঙ্গিরা। গোপন সুত্রে খবর পেয়েই জঙ্গীদের সমস্ত বেরোনোর পথ বন্ধ করে দেয় সেনা জওয়ানরা। ঘিরে ফেলে গোটা এলাকা। শুরু হয় অপারেশন। এখনও সেখানে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন