
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান এবং আফগানিস্তানের সাম্প্রতিক সংঘাতের জন্য পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছেন জেলবন্দি ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা প্রধানের সঙ্গে মঙ্গলবার রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাক্ষাৎ করেছিলেন তাঁর বোন উজ়মা খানম। তিনিই বুধবার সমাজমাধ্যমে ইমরান খানের এই বার্তা পোস্ট করেছেন।
ইমরান খানের বোন উজমা খানমের উর্দুতে লেখা ওই বার্তায় ইমরানের মন্তব্য, ‘‘আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তাঁর নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যার ফলে আমি গভীর দুঃখ পেয়েছি।’’ আফগানিস্তানের তালিবান শাসকদের বিরুদ্ধে মুনিরের তৎপরতার কারণ ব্যাখ্যা করে গিয়ে ওই পোস্টে ইমরানের মন্তব্য, ‘‘আসিম মুনিরের পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রতি কোনও উদ্বেগ নেই। তিনি কেবল পশ্চিমি শক্তিগুলিকে খুশি করার জন্য এই সব করছেন। তিনি ইচ্ছাকৃত ভাবে আফগানিস্তানের সাথে উত্তেজনা উস্কে দিয়েছিলেন যাতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাঁকে এক জন তথাকথিত ‘মুজাহিদ’) হিসেবে দেখা হয়।’’