News71.com
 International
 28 Nov 25, 02:16 PM
 5           
 0
 28 Nov 25, 02:16 PM

ইমরান খানের খানের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ ও নিরাপদ রয়েছেন॥ পাকিস্তান সরকার

ইমরান খানের খানের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ ও নিরাপদ রয়েছেন॥ পাকিস্তান সরকার

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেওয়া ও তাঁর মারা যাওয়ার খবরকে গুজব ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, কারা কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি এখনো আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন।গতকাল সন্ধ্যা থেকে ছড়িয়ে পড়া গুজবে বলা হচ্ছিল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতাকে কারাগার থেকে অন্যত্র সরানো হয়েছে বা মেরে ফেলা হয়েছে। মুহূর্তের মধ্যেই এই গুজব বিদ্যুৎ গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

 

 

রাওয়ালপিন্ডি কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে , ‘আদিয়ালা জেল থেকে তাঁকে সরিয়ে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি পুরোপুরি সুস্থ এবং পূর্ণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন।’ কর্মকর্তারা আরও বলেন, তাঁর স্বাস্থ্য নিয়ে যে জল্পনা চলছে, তা ‘ভিত্তিহীন।’ পিটিআই প্রতিষ্ঠাতার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে বলেও তারা জানায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে আগের তুলনায় অনেক আরাম আয়েশে রয়েছেন । তিনি বলেন, ‘তাঁর জন্য যেসব খাবার আসে, সেগুলো অনেক পাঁচতারা হোটেলেও মেলে না উল্লেখ‍্য ২০২৩ সালের আগস্ট থেকে ক্ষমতাচ‍্যুত হয়ে কারাগারে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন