News71.com
 International
 27 Apr 16, 07:55 AM
 598           
 0
 27 Apr 16, 07:55 AM

লাতিন আমেরিকার কিংবদন্তী কবি পাবলো নেরুদার ময়না তদন্তের জন্য ৪৩ বছর পর লাশ উত্তোলন ।।

লাতিন আমেরিকার কিংবদন্তী কবি পাবলো নেরুদার ময়না তদন্তের জন্য ৪৩ বছর পর লাশ উত্তোলন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চিলির স্বৈরশাসক আগাস্তো পিনোশের গুপ্তঘাতকদের হাতেই কি মারা গিয়েছিলেন পাবলো নেরুদা?  নাকি প্রস্টেট ক্যানসারেই মৃত্যু হয়েছিল লাতিন আমেরিকার এই কিংবদন্তী কবির।

মৃত্যুর ৪৩ বছর পরে এই প্রশ্নের উত্তর খুঁজতে  কবর খুঁড়ে বের করে আনা হয় নেরুদার দেহ । ময়নাতদন্তের পরে গতকাল ফের কবর দেওয়া হয়েছে নেরুদাকে। ময়না তদন্তের রিপোর্ট আসবে ১৫ই মে।

১৯৭৩ সালের ১১ই সেপ্টেম্বর দেশের সোশ্যালিস্ট শাসনে ইতি টেনে ক্ষমতায় আসেন স্বৈরাচারী শাসক আগস্তো পিনোশে। তার ১২ দিন পরেই সান্তিয়াগোর এক হাসপাতালে মারা যান কমিউনিস্ট পার্টির সদস্য, ৬৯ বছরের নেরুদা।

সরকারি বিবৃতিতে বলা হয়, প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন কবি। কিন্তু তার বন্ধু ও অন্য কমিউনিস্ট নেতারা সেই দাবি মানতে চাননি।

পিনোশে জমানায় বিভিন্ন অত্যাচারের তদন্তে নেমে নেরুদার দেহ কবর থেকে তোলার করার সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান সরকার। গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় ফের সমাহিত করা হয় কবিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন