News71.com
 International
 11 Feb 18, 06:17 AM
 141           
 0
 11 Feb 18, 06:17 AM

ভারতের রাজস্থানে চাষের জমির নীচে মিলল টন টন সোনা।।  

ভারতের রাজস্থানে চাষের জমির নীচে মিলল টন টন সোনা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ রাজস্থানে প্রচুর সোনার খোঁজ পেলেন ভারতীয় ভূতাত্বিক সর্বেক্ষণ বিভাগের বিজ্ঞানীরা।অনুমান রাজস্থানের বাঁসবাড়া ও উদয়পুর জেলায় মোট ১১.৪৮ কোটি টন সোনা মজুত রয়েছে।আজ রবিবার সাংবাদিকদের একথা জানিয়েছেন ভারতীয় ভূতাত্বিক সর্বেক্ষণের মহানির্দেশক এন কুটুম্বা রাও।তিনি জানিয়েছেন, উদয়পুর ও বাঁসবাডা জেলার ভুকিয়া ডোগরায় এই সোনার ভাণ্ডারের সন্ধান মিলেছে। ভূতাত্বিক সর্বেক্ষণের মহাপরিচালকের কথায়, ইতিমধ্যে রাজস্থানে ৩৫.৬৫ কোটি টন সিসার সন্ধান মিলেছে। এছাড়া ২০১০ সাল থেকে এখনো পর্যন্ত ৮.১১ কোটি টন তামার সন্ধান মিলেছে রাজস্থানে।এছাড়া রাজস্থানের সিরোহি জেলায় আরও খনিজের সন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি।পটাশ ও গ্লুকোনেটের মতো খনিজের জন্য সওয়াই মাধোপুরে খনন চলছে বলে জানিয়েছেন কুটুম্বা রাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন