আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় অন্তত ৭৮ জনের প্রাণ গেছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। খবর বিবিসির। শুক্রবারের এই বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে কার কাউন্টিতে। সেখানেই ৬৮ জনের প্রাণ গেছে, যার মধ্যে ২৮ জনই শিশু। বন্যায় গুয়ারডালুপ নদীর তীরে অবস্থিত খ্রিস্টান মেয়েদের 'ক্যাম্প মিস্টিক' সম্পূর্ণভাবে প্লাবিত হয়। ক্যাম্পের ১০ জন মেয়ে ও তাদের এক পরামর্শক এখনো নিখোঁজ। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এলাকায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা উদ্ধারকাজে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে।