আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে। ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্রুরা পরিত্যাগে বাধ্য হয়েছেন। সোমবার কয়েক মাসের মধ্যে এমন প্রথম হামলা ছিল এটি। ইরান সমর্থিত এই বিদ্রোহীরা জানায়, ইসরায়েলে নোঙর করার কারণে গ্রিসের মালিকানাধীন ও লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস নামের জাহাজটিকে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মানববিহীন নৌযান দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতির এক সমঝোতার পর বেশ কয়েক সপ্তাহের মার্কিন হামলা বন্ধ হলেও এটি ছিল বাণিজ্যিক জাহাজ লক্ষ্য হুতির প্রথম করে হামলা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, ‘হুতি সশস্ত্র বাহিনী রবিবার ম্যাজিক সিস জাহাজকে দুটি মানববিহীন নৌযান, পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করে।’