News71.com
 International
 11 Feb 18, 06:15 AM
 129           
 0
 11 Feb 18, 06:15 AM

যুক্তরাষ্ট্রের ক্যানিয়ন গিরিখাতে হেলিকপ্টার বিধ্বস্ত।।নিহত ৩ জন

যুক্তরাষ্ট্রের ক্যানিয়ন গিরিখাতে হেলিকপ্টার বিধ্বস্ত।।নিহত ৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত তিনজন নিহত হয়েছেন।স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গিরিখাতে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে পাইলটসহ আরো ছয় আরোহী ছিলেন।হুয়ালাপাই ন্যাশনাল পুলিশের প্রধান ফ্রান্সিস ব্র্যাডলি বলেছেন, প্যাপিলায়নের ওই হেলিকপ্টারটিতে ছয় পর্যটক ও একজন পাইলট ছিলেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০মিনিটের দিকে হেলিকপ্টারটি ক্যানিয়ন গিরিখাতে বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় হেলিকপ্টারের অন্য চার আরোহী আহত হয়েছেন। ঘটনাস্থলে তাদের চিকিৎসা চলছে। পর্যটন কোম্পানি প্যাপিলনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন