News71.com
 International
 11 Feb 18, 09:39 AM
 152           
 0
 11 Feb 18, 09:39 AM

সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল ইয়েমনি হুতি বিদ্রোহীরা।

সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল ইয়েমনি হুতি বিদ্রোহীরা।


আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সহযোগিতায় দেশটির সেনাবহিনী সৌদি আরবের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে বন্দর নগরী মোখা’র কাছে সৌদি আরব প্রতিরক্ষা ব্যবস্থাটি স্থাপন করেছিল।ইয়েমেনি সেনাবাহিনীর উপ-মুখপাত্র ব্রিগেডিয়ার আজিজ রাশিদ আল বলেছেন,আজ রবিবার আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নির্মিত সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমআইএম-১০৪এফ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।এর ফলে ওই এলাকায় তাদের সেনাবাহিনীর আরও বড় পরিসরে অভিযান পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


গত ১ ফেব্রুয়ারি আল-মাসিরা জানিয়েছিল, আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী দেশে তৈরি কাহের এম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে মা’রিব প্রদেশে সৌদি অনুচর বাহিনীর সামরিক ঘাঁটি ওম আল-রিশ-এ হামলা চালিয়েছে।২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ হাজার ৬০০ ইয়েমেনি নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন