News71.com
 International
 10 Feb 18, 11:24 AM
 145           
 0
 10 Feb 18, 11:24 AM

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত একাধিক রেল প্রকল্প বন্ধ করে দিচ্ছে মোদী সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত একাধিক রেল প্রকল্প বন্ধ করে দিচ্ছে মোদী সরকার।

আন্তর্জাতিক ডেস্কঃ ফের বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনা।ইতিমধ্যে একাধিক মেট্রো রেলের সম্প্রসারণ বন্ধ করে দিয়েছে মোদী সরকার।এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে ঘোষণার একাধিক বিষয় সরিয়ে দিল রেল।২০১০ সালের রেল বাজেটে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ নতুন লাইন এবং ডবল লাইনের ঘোষণা করেছিলেন।২০১৮ সালের সাধারণ বাজেটে তার মধ্যে অনেকগুলিই পিঙ্ক বুক থেকেই সরিয়ে দিল রেল। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত রেলপ্রকল্প চালু রাখা হলেও এ বছর তাতে নামমাত্র টাকা বরাদ্দ করা হয়েছে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব।

নিয়ম মোতাবেক, রেলের কোনও প্রকল্প পিঙ্ক বুকে আসলে আগামী ১০০ বছর পরেও তা বাস্তবায়ণ করতে হয়। কিন্তু হঠাত করে পিঙ্ক বইতে মমতার ঘোষিত প্রকল্পগুলি সরিয়ে দেওয়ার মানে কি তাহলে প্রজেক্টগুলি বন্ধ করে দেওয়া? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, এর আগে রাজ্যে বন্ধ করে দেওয়া হয় তিনটি মেট্রো সম্প্রসারণের কাজ। জোকা-ডায়মন্ড হারবার, নিউ গড়িয়া- বারুইপুর ও নোয়াপাড়া-ব্যারাকপুর, প্রস্তাবিত এই তিন প্রকল্পের সমীক্ষার কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে।এছাড়া এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের প্রজেক্টে নামমাত্র বরাদ্দ করেছে কেন্দ্র। জানা গিয়েছে, কোথাও জমি মিলছে না বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে হতাশ সাধারণ মানুষ। শহর থেকে মফস্বলের দিকে মেট্রোর সম্প্রসারণ হবে বলেই আশা করেছিল রাজ্যবাসী। তিনটি প্রজেক্টই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অনুমোদন করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন