আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বাস উল্টে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির পুলিশ স্থানীয় পর্যটকবাহী বাসটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ওই প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে।পুলিশ বলছে, পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় পাহাড়ি রাস্তায় বাসটি উল্টে গেছে। বাসটির সঙ্গে একটি মোটরমাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বাসটি পাহাড়ের নিচে উল্টে যায়। পাহাড়ের নিচে পড়ে যাওয়ার সময় বাসটি বেশ কয়েকবার উল্টে যায়। এসময় বাসটিতে অন্তত ৪০ আরোহী ছিলেন। তারা সবাই স্থানীয় পর্যটক।