News71.com
 International
 10 Feb 18, 11:22 AM
 142           
 0
 10 Feb 18, 11:22 AM

হংকংয়ে দোতলা বাস উল্টে নিহত ২০ জন।

হংকংয়ে দোতলা বাস উল্টে নিহত ২০ জন।

আন্তর্জাতিক ডেস্কঃ হংকংয়ে আজ শনিবার রাতে একটি দোতলা বাস উল্টে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৫৫ জন।নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী।এদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর।রাত ৯টায় দুর্ঘটনা ঘটার পর রাত সাড়ে ৯টায় আহতদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়।এদের মধ্যে অন্তত ৪৯ জনকে শহরের ১২টি হাসপাতালে পাঠানো হয়েছে। হংকং শহরের নিউ টেরিটোরির তাই পো সড়কের একটি ঢালে ঘটা এই দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন চালক দ্বিতল বাসটিকে নির্দিষ্ট গতিসীমা না মেনে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। ঘটনাস্থলেই ২০ জন যাত্রী মারা যান।একজন যাত্রী অভিযোগ করেন, চালক বাস নয়, যেন প্লেন চালাচ্ছিল।কর্তৃপক্ষ এরই মধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন