News71.com
 International
 10 Feb 18, 07:25 AM
 168           
 0
 10 Feb 18, 07:25 AM

ভারত চায় দ্রুত স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক ফিলিস্তিন।। নরেন্দ্র মোদি

ভারত চায় দ্রুত স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক ফিলিস্তিন।। নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ঐতিহাসিক ফিলিস্তিন সফরে ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তরফে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উষ্ণ অভ্যর্থনা জানান মোদিকে। রামাল্লা শহর থেকে বিশেষ বার্তায় ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন,ভারত চায় দ্রুত স্বাধীন রাষ্ট্রে পরিণত হোক এই ভূখণ্ড। ফিলিস্তিনের চিরশত্রু দেশ ইসরায়েল। তার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি অতি দৃঢ় হয়েছে। তবে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়েই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে ভারত।

আজ শনিবারই ফিলিস্তিনে ঝটিকা সফর শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নরেন্দ্র মোদি। তাঁর সফর ঘিরে এই আরব দেশটিতে ছড়িয়েছে উদ্দীপনা। মোদির সম্মানে আরবের জাতীয় তেল সংস্থা তাদের অফিসকে তেরঙ্গায় রাঙিয়ে দিয়েছে। গেরুয়া, সাদা, সবুজ মাঝে অশোক চক্র। ভারতের এই জাতীয় পতাকার রঙের লাইট দিয়ে সেজে রইল আমিরতের জাতীয় তেল সংস্থা। সমস্ত আয়োজন নরেন্দ্র মোদির সে দেশে আগমনের উদ্দেশ্যে। তিনি সেই দেশে পৌঁছালেই যাতে তাঁর নিজের দেশের পতাকা দেখতে পান সেই জন্যে আগের দিন থেকেই মহড়া দেওয়া হয়। সেই মহড়া চলাকালীন সামনে চলে এল এই ছবি। প্রধানমন্ত্রী যাতে পরভূম ভ্রমণের সময় মাতৃভূমির মতোই মনে করেন সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন