আন্তর্জাতিক ডেস্কঃ সাত জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের আদেশে স্বাক্ষর করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের ওই সাজা ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে,বেশ কয়েকটি হামলা চালিয়ে বেসামরিক নাগরিকসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যা করেছেন সাজাপ্রাপ্তরা। বিবৃতিতে আরো বলা হয়েছে,বেশ কয়েকটি স্থানে তাদের হামলায় ৮৫ জন নিহত এবং আরো একশ নয়জন আহত হয়েছেন। ওই সাতজনের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছিল বলে জানানো হয়। ওই সাতজন ছাড়া আরো পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের সেনা আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত সবাই জঙ্গি সংগঠনের সদস্য। মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত সাতজন হলেন, আতলাস খান,মুহাম্মদ ইউসুফ খান, ফারহান, খালে গুল, নাজের মুন, নেকমাইল খান ও আকবর আলি।