আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে তুষারঝড়ে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।আজ শনিবার শিকাগোতে নয় ইঞ্চি তুষারপাত হয়েছে।নিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডে তুষারঝড়ে কারণে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সিকাগোর মেট্রোপলিটন এলাকা ভারি তুষার আর বরফের চাদরে ঢাকা পড়েছে।এর আগে ২০১৬ সালে উইসকনসিন, উত্তরাঞ্চলীয় ইলিনয়স এবং মিসিগানে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছিল।তুষারপাতের কারণে শিকাগোতেও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে।মধ্য-পশ্চিমাঞ্চলের বেশ কিছু স্থানে তাপমাত্রা জিরো ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।শিকাগো, ডেট্রয়েট এবং মিলওয়াওকে শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।শিকাগো এবং ডেট্রয়েট বিমানবন্দরে বিমানের প্রায় ১৬শ ফ্লাইট বাতিল করা হয়েছে।