আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের সুযোগ দিতে সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতির জন্যে একটি খসড়া প্রস্তাবের কথা বিবেচনা করছে।সুইডেন ও কুয়েতের উপস্থাপন করা এ প্রস্তাবে ইস্টার্ন ঘৌতাসহ বিভিন্ন এলাকার অবরুদ্ধ অবস্থার দ্রুত অবসানের দাবি জানানো হবে।বিগত পাঁচ দিনে ইস্টার্ন ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় ২৪০ জনের বেশী বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
এ সপ্তাহের গোড়ার দিকে এমন একটি প্রস্তাব রাশিয়া প্রত্যাখান করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মাসব্যাপী অস্ত্রবিরতি পালনে জাতিসংঘ ত্রাণ কর্মীদের একটি প্রস্তাবের প্রতি সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবানজিয়া বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সাথে যুদ্ধরত বিভিন্ন সশস্ত্র গ্রুপ এ বিষয়ে সম্মত হবে না। তাই অস্ত্রবিরতি পালনের এ প্রস্তাব বাস্তবসম্মত নয়।