আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক সঙ্কটে পড়া মালদ্বীপে চলছে ব্যাপক ধরপাকড়। এরই ধারাবাহিকতায় এবার ২ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন ভারতীয়,অন্যজন ব্রিটিশ নাগরিক। গতকাল শুক্রবার মালদ্বীপের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে ওই ২ সাংবাদিককে গ্রেফতার করা হয়। আটককৃরা হলেন ভারতের পাঞ্জাবের মৌনী শর্মা ও লন্ডনের আতিশ রাবজি প্যাটেল। তারা এএফপি সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত। মালদ্বীপ সরকার বলছে,ওই দুই সাংবাদিক টুরিস্ট ভিসায় দেশটিতে আসে এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে তারা সেখানে কাজ করছে।
এ ব্যাপারে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,মালদ্বীপে গ্রেফতার ভারতীয় সাংবাদিক মৌনী শর্মার ব্যাপারে জানতে পেরেছেন তারা। তারা স্থানীয় দূতাবাস কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রসঙ্গত,মালদ্বীপ সুপ্রিম কোর্ট দেশের ৯ বিরোধী রাজনীতিককে জেলমুক্তির নির্দেশ ক্ষমতাসীন ইয়ামিন সরকার মানতে অস্বীকার করার পর থেকে দ্বীপরাষ্ট্রটিতে সঙ্কটের সৃষ্টি হয়। পরে প্রদান বিচারপতিকে গ্রেফতার ও দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এদিকে চলমান সঙ্কট নিরসনে ভারত ও যুক্তরাষ্ট্রের এগিয়ে আসার আহ্বান জানায় দেশটির বিরোধী দল।