আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরের একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দু’জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। জুমার নামাজের সময় বেনগাজির সাদ বিন ওবাদাহ মসজিদে দু’টি বিস্ফোরক ডিভাইস দিয়ে ওই হামলা চালানো হয়েছে। বেনগাজির নিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র মুতাজ আল মুত্রি বলেন,ওই হামলা চালানো হয়েছে দু’টি ব্যাগে বোমা নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন,ওই হামলায় অন্তত দু’জন নিহত এবং আরো ৫৫ জন আহত হয়েছেন। হামলায় একশ ২৯ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।