News71.com
 International
 10 Feb 18, 11:12 AM
 146           
 0
 10 Feb 18, 11:12 AM

ভারসাম্য বজায় রাখতেই ফিলিস্তিন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারসাম্য বজায় রাখতেই ফিলিস্তিন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিন আগেই ভারত সফর করে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।সফরে অস্ত্র বিক্রি, বাণিজ্য এবং বলিউডের দিকে চোখ ছিল তার।গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিন ও উপসাগরীয় অঞ্চলে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।মধ্যপ্রাচ্যে ভারতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সফরে যাচ্ছেন মোদি। ভারত একসময় ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় উচ্চকণ্ঠ ছিল। কিন্তু ভারতের বর্তমান সময়ের কার্যকলাপে তার বিরূপ অাচরণ দেখা যাচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি. বালা ভাস্কর গণমাধ্যমকে বলেন, আমরা আলাদাভাবে বিবেচনা করে থাকি ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক। তাদের আলাদা স্বাধীন ও স্বতন্ত্র দেশ হিসেবেই বিবেচনা করি। ভারসাম্য বজায় রেখেই সফরে যাচ্ছেন মোদি।জানা গেছে, শুক্রবার জর্ডান থেকে ইসরায়েল অধিকৃত রামাল্লায় যাবেন মোদি। সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও যাবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন