আন্তর্জাতিক ডেস্কঃ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দিল্লি থেকে সৌদি আরবের ওপর দিয়ে সরাসরি তেল আবিব যাওয়ার অনুমতি পেয়েছে। এয়ার ইন্ডিয়াকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।যদিও বাংলাদেশসহ অনেক আরব ও ইসলামি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এ কারণে তেল আবিবমুখী উড়োজাহাজগুলো এতদিন ওই দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে পারে না।সৌদি আরবের অনুমতি পেলে এয়ার ইন্ডিয়া অল্প দূরত্ব অতিক্রম করে আহমেদাবাদ, মাস্কট, সৌদি আরব হয়ে তেল আবিব পৌঁছাতে পারবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে দিল্লি ও তেল আবিবের মধ্যে বিমান দূরত্ব আড়াই ঘণ্টায় নেমে আসবে এবং তেল খরচ বাঁচবে।
তবে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, মার্চ থেকে সপ্তাহে তিনবার দিল্লি-তেল আবিব রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বরাবর আবেদন করেছিলেন।অনুমতির বিষয়ে সিদ্ধান্ত এখনো অপেক্ষমান বলে জানিয়েছেন তিনি।এখন ইসরায়েলের ইওয়ান এওয়ানের বিমানগুলো তেল আবিব থেকে লোহিত সাগর ও গাল্ফ অব এডেনের ওপর দিয়ে উড়ে এসে ঘুর পথে সাত ঘণ্টায় ভারতের মুম্বাই পৌছায়।অনুমতি না থাকায় ওই বিমানগুলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করে অনেকটা ঘুর পথে ভারতে যেতে হয়।