আন্তর্জাতিক ডেস্কঃ আবারও সরকারি কার্যক্রম বন্ধ রাখা বা শাটডাউনের শঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা হতে হবে এবং স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তা সিনেটে পাস করতে হবে।শাটডাউন হলে সরকারি অনেক সেবা খাত বন্ধ হয়ে যাবে। তবে জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো চালু থাকবে। উল্লেখ্য এর আগে গত মাসেও শাটডাউনের কবলে পড়েছিল মার্কিন প্রশাসন।