News71.com
 International
 09 Feb 18, 03:00 AM
 174           
 0
 09 Feb 18, 03:00 AM

মালদ্বীপের সংকট নিরসনে ইইউ প্রতিনিধিদের চেষ্টা অব্যাহত ।

মালদ্বীপের সংকট নিরসনে ইইউ প্রতিনিধিদের চেষ্টা অব্যাহত ।


আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সে দেশটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা কাজ শুরু করেছেন।ইতোমধ্যেই সেখানে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বিশেষ প্রতিনিধি দল।তারা বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে জটিলতা নিরসনের চেষ্টা করছেন।মালদ্বীপের ক্ষমতাসীন দল ‘প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপস নেতাদের সঙ্গেও ইইউ প্রতিনিধিরা দেখা করেছেন।দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন দেশে জরুরি অবস্থা জারির পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে।আদালত-সরকার দ্বন্দ্বের জেরে গত সোমবার তিনি দেশজুড়ে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন। এছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ দুই বিচারক এবং সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল্লাহ গাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।

জরুরি অবস্থার মধ্যে মালদ্বীপে ধরপাকড় চলছে।গত বুধবার মালদ্বীপের জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।এক বিবৃতিতে ইইউ মুখপাত্র বলেন, জরুরি অবস্থা ঘোষণার কারণে মালদ্বীপের গণতন্ত্র ও মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে এবং দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হুসেইনও মালদ্বীপে জরুরি অবস্থাকে গণতন্ত্রের ওপর পুরোদস্তুর আক্রমণ বলে বর্ণনা করেছেন।জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এরই মধ্যে মালদ্বীপ সরকারের কাছে জরুরি অবস্থা তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন