News71.com
 International
 08 Feb 18, 10:15 AM
 163           
 0
 08 Feb 18, 10:15 AM

সৌদি আরবে ধর্ষণের পর হত্যার দায়ে অভিযুক্ত ৪ পাকিস্তানির শিরশ্ছেদ।।

সৌদি আরবে ধর্ষণের পর হত্যার দায়ে অভিযুক্ত ৪ পাকিস্তানির শিরশ্ছেদ।।


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে পাকিস্তানের চারজন নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় আজ বৃহস্পতিবার তাদের শিরশ্ছেদ করা হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে,একজন নারীকে ধর্ষণের পর হত্যা এবং তার কিশোর ছেলেকে বলাৎকার করার অভিযোগ ছিল ওই চারজনের বিরুদ্ধে। এমনকি ওই নারীর বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগও প্রমাণ হয়েছে। রাজধানী রিয়াদে ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সূত্র জানায়। পরে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন