News71.com
 International
 08 Feb 18, 08:53 AM
 191           
 0
 08 Feb 18, 08:53 AM

উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র।।ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র।।ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু ইস্যুতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে ভয়ঙ্করসব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন,উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র শিগগিরই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। দেশটি তাদের পারমাণবিক কর্মসূচি যাতে বন্ধ করতে বাধ্য হয় সেজন্যই এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে জাপানের রাজধানী টোকিওতে পেন্স বলেন,এই পর্যায়ে আমি ঘোষণা করছি যুক্তরাষ্ট্র শিগগিরই উত্তর কোরিয়ার ওপর এ যাবতকালের সবচেয়ে কঠিন ও সবচেয়ে আগ্রাসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। উত্তর কোরিয়া যতদিন পর্যন্ত পারমানবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে চিরতরে ফিরে না আসে ততদিন পর্যন্ত তাদের ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসময় উত্তর কোরিয়ার সরকারকে ‘বিশ্বের সবচেয়ে নিপীড়নমূলক ও অত্যাচারী’ বলেও মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন