আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসী নীতিমালা ইস্যুতে নানাভাবে আলোচিত-সমালোচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে আইনজীবীরা বলছেন, ট্রাম্পের এ নীতিমালা কঠোরভাবে মানতে গেলে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে হবে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও। এ ব্যাপারে মার্কিন অভিবাসন অ্যাটর্নিরা বলছেন,মেলানিয়া মার্কিন অভিবাসন নীতি ভঙ্গ করেছেন। পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে ভিসার শর্ত ভঙ্গ করেন তিনি। পাশাপাশি,মডেল হিসেবে অবৈধভাবে কাজ করে তিনি হাজার হাজার ডলার আয় করেছেন। যা ট্রাম্পের নতুন নীতি অনুযায়ী অবৈধ।
তাই আইনজীবীরা মনে করেন,নতুন এ নীতির আওতায় ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকেই সবার আগে দেশে পাঠিয়ে দিতে হবে। উল্লেখ্য,১৯৯৬ সালে পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে এসেই মডেল হিসেবে কাজ শুরু করেন মেলানিয়া। কাজের অনুমতি পাওয়ার আগেই ৭ সপ্তাহে ২০ হাজার ডলারের বেশি আয় করেন। ২০০১ সালে স্থায়ী নাগরিত্বের জন্য আবেদন করেন। যুক্তরাষ্ট্রে আগমনের পাঁচ বছর পর ২০০৬ সালে গ্রিন কার্ড পান তিনি।